নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন।
বুধবার (২৫ জানুয়ারী ২০২৩) গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কৃঞ্চলাল দেবনাথ, ঝর্ণা চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিতবার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাকে উদ্দেশ্য করে প্রধান অতিথি মেমং মারমা বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিকে ধরে রাখার জন্যই মূলত এই আয়োজন। শিশুদের মাঝে খেলা ধুলা সাংস্কৃতিক এর উপর গুরুত্ব আরোপ করতে হবে। খেলাধুলার মাধ্যমে একজন শিশু বেড়ে উঠলে তার শারীরিক সক্ষমতা এবং গঠনগত দিক সুদৃঢ় থাকে। এছাড়া বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভোধন করা হয়।