শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারা পল্লী উন্নয়ন একতা সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুইমারা:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার মুসলিমপাড়া পল্লী উন্নয়ন একতা সমিতির উদ্যোগে এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারী শনিবার বিকালে মুসলিমপাড়া পল্লী উন্নয়ন একতা সমিতির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে শীতবন্ত্র বিতরণ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।

সমিতির সদস্য মোহাম্মদ আলী মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইখতেয়ার উদ্দিন চৌধুরী পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম, নুর ইসলাম মেম্বার, সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ ইদ্রিছ প্রমুখ।

হাড় কাপানো প্রচন্ড শীতে জনজীবন যখন বিপর্যস্ত একটু উষ্ণতার ছোয়া পেতে মানুষ যখন ব্যাকুল ঠিক তখন মুসলিমপাড়া এলাকার সাধারণ মানুষ তাদের নিজেদের অর্থায়নে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রশংসনীয় কাজ করেছে বলে সুধীজন মন্তব্য করেছেন।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, কোন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের সহায়তা নয়। এলাকার কিছু উদ্যোগী মানুষের নিজস্ব অর্থায়নে গরীব মানুষের পাশে দাড়ানোর এমন নজির সত্যিই বিরল।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!