নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় “বাংলাদেশ মারমা স্টুডেন্টস্রে ১২তম কাউন্সিল”, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার সভাপতিত্ব করেন, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল গুইমারা উপজেলা শাখার সভাপতি উসাগ্য মারমা।
শুক্রবার (২০ জানুয়ারী ২০২৩) সকালে “নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে সমুন্নত রাখতে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অধিকারমূলক আন্দোলনকে জোরদার করুন” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। বিশেষ অতিথি ছিলেন, ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা উপজেলা শাখার মারমা উন্নয়ন সংসদ এর সভাপতি চাইরেপ্রু মারমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ক্যপ্রুসাই মারমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক সীমা মারমা প্রমূখ।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার আপ্রু মারমা।
এসময় বক্তারা বলেন, সমাজের উন্নয়নের সকলকে এগিয়ে আসতে হবে। এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে সমাজের সকল সম্প্রদায়ের মানুষের সাথে মিলেমিশে ভ্রাত্বিত্য তৈরি করা। সকলের ঐক্যবদ্ধাতার মাধ্যমে একটি সমৃদ্ধশীল সমাজ গঠন করা সম্ভব। আলোচনা সভা শেষে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের গুইমারা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।