শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

গুইমারায় পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক বাজেট প্রণয়ন কর্মশালা

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং লিডারশিপ টু এনসিওর এডইকুয়েট নিউট্রিশন (লিন) প্রকল্পের সহযোগিতায় পুষ্টি সমন্য় কমিটির বার্ষিক বাজেট প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

মঙ্গলবার (১৭ জানুয়ারী ২০২৩) গুইমারা উপজেলা পরিষদ হল রুমে বার্ষিক বাজেট প্রণয়ন কর্মশালায় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা প্রাণি ও সম্পদ বিষয়ক কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা কৃষিকর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, মাটিরাঙ্গা পুষ্টি সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. খাইরুল ইসলাম, উপজেলা লিন প্রকল্পের সমন্বয়ক জয়মহন চাকমা, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারি।

বার্ষিক বাজেট প্রণয়ন কর্মশালায় বক্তরা পুষ্টি বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দিয়ে কিশোর কিশোরীদের পুষ্টি সমৃদ্ধ খাদ্য সেবনের দিকনির্দেশনা দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!