শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

গুইমারা উপজেলা বিএনপির মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:: ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: ইউচুপ।

সোমবার (১৬ জানুয়ারি ২০২৩) গুইমারা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেনের সঞ্চালনায় বের হওয়া মিছিল ও সমাবেশটি গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় হয়ে পূনরায় দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়। উক্ত মিছিলে নেতাকর্মীরা ১০ দফা দাবি বাস্তবায়ন, বিদ্যুতের দাম কমানোসহ বিভিন্ন স্থান থেকে বিএনপির আটককৃত নেতাকর্মীদের বিনা শর্তের মুক্তির দাবি করেন।

এসময় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান, এস এম মিলিন, মেহেদুল ইসলাম, বিএনপির নেতা আলা উদ্দিনসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। সাধারণ জনগণ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির ও দাবি জানান বক্তারা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!