নিজস্ব প্রতিবেদক, নানিয়ারচর:: রাঙামাটির নানিয়ারচরে একটি স-মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৫টার দিকে নানিয়ারচর জোনের আওতাধীন টিএন্ডটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নানিয়ারচর জোন সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নানিয়ারচর জোন সদর থেকে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে এবং তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।
তবে স-মিলের মালিক লালন বিকাশ চাকমা জানায়, এ অগ্নিকাণ্ডের ঘটনায় তার আনুমানিক ৮-১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।