নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া থেকে নবরত্ন ত্রিপুরাকে (৪৫)-কে একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও চাঁদাবাজির টাকাসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার ( ১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।
জানা যায়, খাগড়াছড়ির ভাইবোনছড়াতে নিরাপত্তা বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে নবরত্ন ত্রিপুরা(৪৫) নামক ইপিডিএফ দলের একজন সন্ত্রাসী ও একটি নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করে। সে মহালছড়ির থালিপাড়া গ্রামের চন্দ্রবাসু ত্রিপুরার ছেলে।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, ভাইবোনছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শিহাব উদ্দিনের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল থালিপাড়াতে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে আসামিকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর শিমুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।