নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি ২০২৩) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এসময় প্রধান অতিথি ছলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের, সমিরণ পাল, উপজলো আওয়ামীলীগের তথ্য ও প্রচার সম্পাদক ইখতেয়ার চৌধুরী পলাম, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সৌমসহ অংঙ্গ ও সহযোগী সংগঠন।
এসময় বক্তারা বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মৃত্যু গহ্বর থেকে রক্তস্নাত স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক স্বাধীন জাতিরাষ্ট্র পূর্ণতা লাভ করে। এছাড়াও স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে সভার সমাপ্তি করা হয়।