নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটির কাপ্তাইয়ে অবিস্ফোরিত গ্রেনেডের যন্ত্রাংশ কুড়িয়ে বাড়িতে নেয়ার পর বিস্ফোরিত হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা সখিনা বেগম (৩৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় নেয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
রবিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কাপ্তাই ৩নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাদশা মাঝির টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবার নাম ইসমাইল মিয়া (৪৫)। ছেলের নাম মো. রিফাত (৭)।
বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে কাপ্তাইয়ের জীবতলী এলাকা জঙ্গল থেকে অবিস্ফোরিত গ্রেনেডের যন্ত্রাংশ প্লাস্টিকের বস্তায় কুড়িয়ে বাড়িতে আনেন ইসমাইল মিয়া। সেগুলো রাখেন চুলার পাশে। পরে চুলার আগুনে গরম হয়ে তা বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই মারা যান ইসমাইল মিয়া ও তার ছেলে। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী সখিনা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত ৮টায় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে অবিস্ফোরিত ও যন্ত্রাংশ নিহত ইসমাইলের বাসা হতে উদ্বার করা হয়।
এদিকে স্থানীয় জনসাধারণ ও ইউপি সদস্য মো. হোসেন জানান পুরাতন গ্রেনেড যন্ত্রাংশের বিস্ফােরণে এ ঘটনা হয়েছে ।