নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকা থেকে গাজা ও ফেন্সিডিল সহ মো: রাজনু নামে এক মাদক কার্বারীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
রবিবার (৮ জানুয়ারি ২০২৩) দিবাগত রাতে জালিয়াপাড়া শান্তি কাউন্টারের সামনে থেকে ৫ কেজি গাঁজা, দুই বোতল ফেন্সিডিল উদ্বার করা হয়। জানা যায়, আটক মো: রাজু গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার মো: আব্দুর রাজ্জাকের ছেলে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সবজির ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা ও দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদবদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।