শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

দীঘিনালায় ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর সংবাদ সম্মেলন

নুরুল আলম:: খাগড়াছড়ির দীঘিনালায় অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মেরুং ইউপি চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকী। রোববার (৮ জানুয়ারি ২০২২) উপজেলার একটি আবাসিক হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান,ইউপি মেম্বার আমজাদ হোসেনগং ও একটি স্বার্থন্বেশী মহল চেয়ারম্যান হওয়ার পর থেকে নানা ভাবে অনৈতিক সুবিধা দাবী করে আসছিলো।

কিন্তু তাদের সে সুযোগ না পেয়ে নানা ভাবে অপপ্রচার,ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ৬ জানুয়ারি মেরুং ইউনিয়ন আওয়ামীলীগের বেতছড়ি দলীয় কার্যালয়ে সামনে আওয়ামীলীগের বর্ধিত সভার নামে লোকজনকে ডেকে আনা হয়। পরে দলীয় গঠনতন্ত্র এবং নিয়মনীতি বহির্ভূতভাবে বর্ধিত সভার আয়োজন করে।

অথচ সভায় বর্ধিত সভার কোন কার্যক্রম না করে আমার বিরুদ্ধে সভার মাইকে উপস্থিত লোকজনের সামনে মিথ্যা দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রচার চালানো হয় এতে। পরে পরিকল্পিত ভাবে তৈরী করে রাখা ব্যানার ও ঝাড়ু দিয়ে মিছিল করিয়ে ছবি ও ভিডিও করে তা দিয়েই অপপ্রচার চালানো হয়। যা পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত ও মানহানি কর।

আর তাদের সে নীল নকশার জালে সহজ-সরল কিছু সাধারণ মানুষকে ব্যবহার করা হয় বলে তিনি জানান। এ সময় ব্যানার ও ঝাড়ু দিয়ে পাকা সড়কের তুলে কিছু লোকজনকে দিয়ে হাঁটাহাটি করে ছবি ও ভিডিও করে তা ফেসবুকে আপলোড করে অপ্রচার চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন। এছাড়াও এ অপপ্রচার প্রচারের অংশ হিসেবে কিছু অনলাইনসহ মিডিয়াতেও প্রচারিত হয়েছে বলেও তিনি জানান।

মাহমুদা বেগম লাকী বলেন, সে মিছিল ও উদ্দেশ্যমুলক ভাবে করা ডাকা বর্ধিত সভার পর অংশ নেওয়াদের মাঝে বিরিয়ানী বিতরন করেন ষড়যন্ত্রকারীরা। অথচ মিছিলকারী কেউই জানতোনা কি অপরাধের কারণে “চেয়ারম্যানের” বিরুদ্ধে মিছিল করা হচ্ছিলো।

এ সব ঘটনায় সুষ্ঠ তদন্ত করে জড়িতদের বিচার দাবী করেন তিনি। এ সময় তিনি আইনের আশ্রয় নেওয়াসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী করেন। আয়োজিত সংবাদ সম্মেলনে মেরুং ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা, মো হেলাল উদ্দিন, নাজমুল মো তারা, মহিলা মেম্বার মিনা চাকমা, সমিরন চাকমা, স্বপন বিকাশ চাকমা, ভুবন ত্রিপুরা, শান্তি প্রিয় চাকমা উপস্থিত ছিলেন।

পরে মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকির বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের ষড়যন্ত্রের প্রতিবাদে ষড়যন্ত্রকারী মেম্বার আমজাদ হোসেন চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!