নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকার চিরনচান ত্রিপুরা (৩০), পিতা: মৃত শর্মাসেন ত্রিপুরা নিজ বাড়িয়ে আত্মহত্যা ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর ২০২২) রাত আনুমানিক সাড়ে ১১টায় নিজ বাড়িতে চিরনচান ত্রিপুরা মাদক সেবন করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করেন এলাকাবাসী। স্থানীয়রা আরো বলেন, চিরনচান ত্রিপুরার ম্রিগি রোগ ছিল এছাড়াও প্রায় সময় মাদক সেবন করে অচেতন অবস্থায় পাওয়া যেতো তাকে। সকালে তাকে মৃত অবস্থায় দেখে গুইমারা থানা পুলিশ কে খবর দিলে গুইমারা থানার অফিসার ইনর্চাজের নির্দেশে এস আই মো: সরোয়ার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাস উদ্ধার করে।
এ বিষয়ে গুইমারা থানার এস আই মো: সরোয়ার উদ্দিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, গতকাল রাত সাড়ে ১১টায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন চিরনচান ত্রিপুরা। লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্ত শেষে তদন্ত স্বাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।