শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

পাহাড়ের শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, নানিয়ারচর:: হাঁড় কাপানো শীতে পাহাড়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন (সুদক্ষ দশ)। রাঙামাটি রিজিয়ন (৩০৫ পদাতিক বিগ্রেড) এর সার্বিক তত্ত্বাবধায়নে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় নানিয়ারচরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন, নানিয়ারচর জোন অধিনায়ক।

এসময় নানিয়ারচর জোন উপ-অধিনায়কসহ সংশ্লিষ্ট সেনা অফিসার, সেনা সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

জোন সূত্রে জানা যায়, জোন অধিনায়ক এর উদ্যোগে এলাকার ১৫০টি শীতার্ত পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও ৫ই জানুয়ারি ২০২৩পর্যন্ত জোন আওতাধীন এলাকায় দুস্থ, শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করবে নানিয়ারচর জোন।

জোন অধিনায়ক জানান, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!