শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

লংগদুতে সেগুন কাঠ বোঝাই ট্রাক্টর জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক, লংগদু:: লংগদু উপজেলার রাজনগর (৩৭ ব্যাটালিয়ন) বিজিবি জোনের একটি বিশেষ টহল দল গুলশাখালী ই্উনিয়নের চৌমুহনীর বাজার তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪০ সিএফটি সেগুন গোল কাঠ বোঝাই করা একটি ট্রাক্টর (ছয় চাক্কার গাড়ি) জব্দ করা হয়েছে।

রাজনগন বিজিবি জোন সূত্র জানায়, গতকাল বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলমের নেতৃত্বে ক্যাপ্টেন মো. রসুল আমিন এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস সহ ১টি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজার তিন রাস্তার মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় গাছ বোঝাই ১টি ট্রাক্টর (ছয় চাক্কার গাড়ি) সহ ১৪০ সিএফটি সেগুন গোল কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৮০ হাজার টাকা। বর্ণিত কাঠ ও ট্রাক্টর ট্রলি রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে (বন বিভাগে) হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!