নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের প্রয়াত পরিচালক ডা. মং স্টিফেন চৌধুরীর নামে অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) ডা. মং স্টিফেন চৌধুরী অডিটোরিয়াম (স্টাফ ক্লাব) নামফলক উদ্বোধন করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সদস্য বাবলা খিয়াংসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর হাসপাতাল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের বর্তমান পরিচালক ডা. প্রবীর খিয়াং স্টাফ ক্লাবটি ডা. স্টিফেন চৌধুরীর নামে ঘোষণা করেন