শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

নুরুল আলম:: যীশুখ্রিস্টের জন্মতিথি উপলক্ষে খাগড়াছড়ি শহর, শহরতলীর বিভিন্ন স্থানে শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। নানা রংয়ের সাজে সেজেছে গির্জা, চার্চ ও ধর্মীয় প্রচার প্রতিষ্ঠানসমূহ। বিভিন্ন চার্চ ও গির্জায় আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড়দিনের উৎসব পালন করেন খ্রিস্টান ধর্মপ্রিয়রা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে চলছে নানা অনুষ্ঠান।

খাগড়াছড়ি জেলার ৯ উপজেলায় প্রায় শতাধিক ব্যাপটিস্ট, ক্যাথলিক, সেভেন ডে এ্যাডভেন্টিস্ট, প্রেসবেটেরিয়ান এবং গসফেল ফর এশিয়াসহ বিভিন্ন যীশুখ্রিস্টিয় প্রতিষ্ঠান বড়দিন উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করে থাকে।

খাগড়াছড়ি শহরের খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চ ও আপার পেরাছড়া ক্যাথলিক চার্চে বিভিন্ন আনুষ্ঠানিকতায় বড়দিনের কার্যক্রমের সূচনা হয়। ধর্মীয় আচার অনুষ্ঠান, বাইবেল পাঠ, নাচ-গান ও কেক কাটার মধ্য দিয়ে মেতে উঠেন খ্রিস্টান ধর্মপ্রিয় মানুষ।

আয়োজকরা জানান, প্রভু যীশু মানুষদের পাপ থেকে মুক্ত করতেই এদিনে পৃথিবীতে আগমন করেছিলেন। তাই ধর্মপ্রাণ খ্রিস্টানরা খুব খুশি-আনন্দে বাইবেল পাঠ, ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াও নাচ-গান করে থাকেন। নির্বিঘ্নে বড়দিন উদযাপনে জেলা-উপজেলার সব র্চাচ ও গির্জায় নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!