নুরুল আলম:: খাগড়াছড়ি জেলা প্রশাসকের উদ্যোগে গুইমারা অসহায় দুস্থ শিতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ২০২২) গুইমারা সদর ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে জেলা প্রশাসকের উদ্যোগে শিতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা ও গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মাল নারায়ণ ত্রিপুরা। গুইমারা সদর ইউনিয়নে ৫শত ৫০ জন অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন সুবিধাভোগিরা।
এসময় গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা বলেন, এই শিতে অনেক অসহায়দের রাতজ্ঞাপন করতে অতি কষ্ট করতে হচ্ছে। তাই জেলা প্রশাসকের উদ্যোগে এই কম্বল বিতরণ করতে পেরে নিজের কাছেও ভালো লাগছে। এই ধরনের কাজ ভবিষৎতেও অব্যহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।