রাজস্থলী প্রতিবেদকঃ রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া নাগরিক সচেতন সমাজ আয়োজনে সালাউদ্দিন আহমেদ মুক্তির দাবীতে প্রতিবাদ মানববন্ধন সভা অনুষ্ঠিত হয়।
১৮ ডিসেম্বর বিকাল ২টা ৩০ মিনিটে বাঙ্গালহালিয়া বাজার হতে ডাকবাংলা ও বটতলী এলাকার প্রদক্ষিণ প্রতিবাদ র্যালী বের করে বাজার ছাউনি শেষ হয়েছে। গত ৪ তারিখ রাজস্থলী ১নং ঘিলাছড়ি ইউনিয়ন অর্ন্তগত আমতলী নামক স্থান হতে মোঃ সালাউদ্দিন আহমেদ কে পাহাড়ি সন্ত্রাসী (জেএসএস সন্তু) লারমা দলের লোক অপহরণ করা হয়েছে বলে পরিবার পক্ষে দাবী।
প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর জেএসেস সন্ত্রাসী সন্তুু লারমা দলের নির্যাতন চাঁদাবাজ, অপহরণ খুন ব্যাপক হারে বেড়েছে, এদের জন্য সাধারণ নিরহ লোকরা জিম্মি। এদের সন্ত্রাসী বিরুদ্ধে সকলে সোচ্চার রুখে দাঁড়ায়তে হবে। সন্ত্রাসীদের ধর্ম কর্ম জাত বলতে কিছুই নেই, সন্ত্রাসী মানে সন্ত্রাসী। পরিবার পক্ষে বড় ভাই মোঃ ফোররকান উদ্ধিন গণমাধ্যম কে জানান, আমার ছোট ভাই একজন নম্র ভদ্র সাধারণ ছেলে ছিল, কি বা দোষ ছিল জানতে চাই। ছোট ভাই কে অক্ষত অবস্থা ফিরিয়ে দিন। প্রায় ১৪ দিন অতিবাহিত ভাইকে এখনো স ন্ধান পাইনি। আগামী ১/৩ দিনের মধ্যে সালাউদ্দিন আহমেদকে মুক্তি না দিলে ২০ তারিখ হতে ২১ তারিখ ২ দিনব্যাপী হরতাল সকাল ৬ টা হতে স ন্ধ্যা ৬ টা কর্মসূচি ঘোষণা করেন।
উল্লেখ্য, বক্তারা আরো বলেন, ঘটনার সাথে সাথে অত্র স্থানীয় প্রশাসন কে লিখিত আইনগত দাখিল করার পরও এ অপহরণ বিষয়ে প্রশাসন পক্ষে সার্বিক সহযোগিতায় পাইনি বলে দাবী করেন। এসময় বক্তরা,উপস্থিত ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদ সহ সভাপতি কাজী মোহাম্মদ দেলোয়ার, নাগরিক ছাত্র পরিষদ মোঃ হাবিব আযম সেক্রেটারী মোঃ তাজুল ইসলাম পুলকু চৌধুরী মোঃ জাহাঙ্গীর আলম চৌঃ বিশ্বনাথ চৌধুরী মোঃ জয়নাল মেম্বার মোঃ কাইয়ুম হোসেন মিরাজ, মোঃ এমদাদুল হক এমদাদ নয়ন চৌধুরী প্রমূখ। এ প্রতিবাদ সঞ্চালনায় ছিলেন, মোঃ মাসুম।