নুরুল আলম: রাঙামাটিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুলাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, ‘পাকিস্তানী হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনে আমাদের দেশকে মেধাশূন্য করে দিতে মেধাবী জাতির সূর্য সন্তানদের বেছে বেছে নৃশংসভাবে হত্যা করেছে। তারপরও আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারিনি। বুদ্ধিজীবী এবং ত্রিশলাখ শহীদের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আমাদের তরুণদের মাঝে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানান দিতে হবে, তাদের দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে।’