নুরুল আলম:: “প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় পালিত হয়েছে “ডিজিটাল বাংলাদেশ দিবস”। এসময় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
এই উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর ) সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মেমং মারমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রানী ও সম্পদ বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিটলারুজ্জামান হাকিম, গুইমারা থানার সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার আফজাল হোসেন টিপু, মুক্তিযোদ্ধা ম্রাসাথোয়াই মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
বক্তারা বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও ডিজিটাল কারার স্বার্থে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করছেন। ২০৪১ সালের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল ও উন্নয়নশীল দেশে পরিনত করার প্রতিশ্রুতি দেন। তাই বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে এবং দেশকে উন্নত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।