শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন কংজরী চৌধুরী

নুরুল আলম:: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এর সভাপতি কংজরী চৌধুরী জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হয়েছে।

গত ৮ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এর রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব (ড্র) (চ.দা) মোহাম্মদ আসাদুজ্জামান নুর স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

আইন-বিবিধ-১৬/০৮(অংশ-১)-৭১০ মুলে প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৩নং আইন) এর ধারা ৬(১),ধারা ৫ এর উপ ধারা(২) ও (৩)এর সহিত পঠিতব্য এর বিধান অনুয়ারী রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ যে, সাধারন মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় কংজরী চৌধুরী খাগড়াছড়ির বর্ষিয়ান রাজনীতিবীদ। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। এছাড়াও তিনি একাধারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এর সভাপতি। তিনি সমাজ সেবা থেকে শুরু করে খাগড়াছড়ি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক কাজের সাথে সম্পৃক্ত থেকে গণমানুষের জন্য কাজ করে আসছেন।

খাগড়াছড়িবাসীর অভিনন্দন: কংজরী চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিয়োগ দেওয়ায় অভিনন্দন জানিয়েছে,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। এছাড়াও বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও খাগড়াছড়িবাসী অভিনন্দন জানিয়েছে এ সংবাদে।

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হওয়ায় খাগড়াছড়ি জেলার গুইমারা প্রেসক্লাবের সকল সদস্য ও সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক দুলাল আহম্মদ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!