নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি:: রাঙামাটিতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী পালিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই শ্লোগানে শুক্রবার (০৯ডিসেম্বর ) সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি জেলা প্রশাসন ও রাঙামাটি দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপানে মানববন্ধনে অংশ নেয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা মোহাম্মদ মিজানুর রহমন এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, দুর্নীতিদমন কমিশনের উপ পরিচালক মোঃ শফি উল্লাহ, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল সহ রাঙামাটি জেলা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্কাউট, স্বেচ্ছাসেবকসহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন।