শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারাতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা


নুরুল আলম:: সারা দেশের ন্যায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলাসহ সকল উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়। রোকেয়া দিবসে “সবার মাঝে ঐক্য গড়ি,নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” প্রতিপাদ্যে খাগড়াপুর মহিলা কল্যান সমিতির সহযোগিতায় গুইমারা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর শুক্রবার সকালে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন খাগড়াপুর মহিলা কল্যান সমিতির সমন্বয় কারী গীতিকা ত্রিপুরা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা প্রমূখ।

বক্তাগন নারী জাগরণের প্রতিকৃত বেগম রোকেয়ার জীবন থেকে জাগরণী প্রেরণা নিয়ে নারী সমাজকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি নারী নির্যাতন বন্ধে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন। সবশেষ গুইমারার দুইজন জয়িতা মাকে সংবর্ধনার মাধ্যমে ক্রেষ্ট ও সনদ প্রদানের মাধ্যমে সন্মানিত করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!