নিজস্ব প্রতিবেদক::খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে স্কুল পর্যায়ে জেন্ডারভিত্তিক লিঙ্গ বৈষম্যমূলক আচরণগত দৃষ্টিভঙ্গি দূরীকরণ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম।
বৃহস্পদিকার (৮ ডিসেম্বর) গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। ভাইস চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা জেন্ডার অফিসার, উক্যথোগ্রাই মারমা, গুইমারা উপজেলামহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, মানিকছড়ি উপজেলা সমন্বয়কারী সংম্রা মারমা, মানিকছড়ি উপজেলা সমন্বয়কারী চাইহলাপ্রু মামা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আল আলন উপজেলা এডুকেশন ফ্যাসিটিটেরসহ স্থানীয় ব্যক্তিবর্গ প্রুাক্ষিণার্থী, সরকারি ব্যবসরকারি কর্মকর্তা।
এসময় প্রধান অতিথি জেন্ডার সম্পর্কে প্রশিক্ষণার্থীদের মাঝে বলেন, সমাজে নারী ও পুরুষের মধ্যে ক্ষমাতা, নিয়ন্ত্রণ স্বার্ধীনতা এবং ভূমিকাসহ বিভিন্ন সংজ্ঞা করছে। অন্যদিকেবে বলা যেতে পারে নারী ও পুরুষ সামাজিক ও সাংষ্কতিক সংজ্ঞায়িত করে তাকেই জেন্ডার বলে। প্রকৃতি লিঙ্গের ভিন্নতা দিয়ে স্ত্রীলিঙ্গ ও পুলিঙ্গ) পৃথিবীতে পাঠায় আর সমাজ সেই লিঙ্গের উপর ভিত্তি করে তাকে নারী পুরুষ বানায়। এছাড়াও বিভিন্ন দিকনিদের্শনা তুলে ধরে বক্তব্য দেন।