নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটির নানিয়াচরে প্রতিপক্ষের গুলিতে সুবাহু চাকমা ( ৫৫) নামে এক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক নিহত হয়েছে। এ ঘটনার জন্য ইউপিডিএফ জেএসএস এমএন লারমা দলকে দায়ী করেছে। খবর ইন্ডিপেন্ডেন্টের।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নানিয়াচরের রাঙিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুবাহু চাকমা নানিয়াচর উপজেলার এগারেল ছড়ার মৃত বিরাজ মোহন চাকমার ছেলে।
ইউপিডিএফ রাঙামাটি সমন্বয়ক সচল চাকমা বলেন, নিহত সুবাহু চাকমা বুধবার (৭ ডিসেম্বর) সকালে সাংগঠনিক কাজে বের হয়েছিলেন। সকাল ৯টার দিকে জেএসএস এমএন লারমা দলের স্বশস্ত্র সদস্য উত্তরণ চাকমার নেতৃত্বে ছয় জনের একটি দল মোটর সাইকেলে করে রাঙিপাড়ায় যায়। সেখানে সূর্যমনি চাকমার স্মৃতি মন্দিরের কাছে সুবাহু চাকমাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে নানিয়াচর বাজারের দিকে চলে আসে।
নানিয়াচর থানার ওসি সুজন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের কাছে একজন লোক নিহতের খবর এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।