শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি রিজিয়নের র‌্যালী ও মানবিক সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি রিজিয়নের শান্তি র‌্যালী ও মানবিক সহযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার সকালে রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে রিজিয়নের জোন মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় মাঠে ২৫ বছর পুর্তি উপলক্ষে কবুতর ও বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারলে ইমতাজ উদ্দিন এনডিসি, পিএসসি ও রাঙামাটি জেলা পরিষদ
চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এ সময় রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আশিকুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগন, শিক্ষক,ছাত্র-ছাত্রী, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ র‌্যালীতে অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিক হল মাঠে ১৭ জন দুস্থ ব্যক্তিকে ১ লাখ টাকা আর্থিক অনুদান, ঢেউটিন, এতিমখানার এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান, নারীদের সেলাই মেশিন ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!