নিজস্ব প্রতিবেদক, রামগড়: খাগড়াছড়ির রামগড়ে এমদাদুল ইসলাম আবির (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে রামগড় পৌরসভার তৈচালাপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি আম গাছে গলায় বাধা রশিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মো. এমদাদুল ইসলাম আবির পেশায় রাজমিস্ত্রি এবং তৈচালাপাড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে।
প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে প্রতিবেশীদের ধারণা ।
জানা যায়, প্রতিবেশীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রামগড় থানার ওসি (তদন্ত) রাজীব কর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ওই কিশোরের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।