নিজস্ব প্রতিবেদক, নানিয়ারচর: রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন মহিলা দলের সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নানিয়ারচর উপজেলার বগাছড়ি এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান।
নানিয়ারচর উপজেলার সাবেক মহিলা দলের সহ-সভাপতি বিলকিছ বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারুল।
এতে নানিয়ারচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, রাঙামাটি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম ও সাংগঠনিক সম্পাদক লাভলী বেগম, বুড়িঘাট ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মালেক, উপজেলা যুবদল সদস্য সচিব মোহাম্মদ আলী, যুবনেতা রিয়াজ উদ্দিন এবং পলাশ হাওলাদারসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১০বছর পরে অনুষ্ঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিলকিছ বেগম, সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ারা বেগম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নাজমা বেগমের নাম ঘোষণা করা হয়। দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন, জেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারুল। এছাড়াও অনুষ্ঠানে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বলেন, দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। দেশের সার্বিক পরিস্থিতি সামাল দিতে সরকার হিমশিম খাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন দেওয়া ছাড়া অন্য কোন উপায় নেই।