নিজস্ব প্রতিবেদক, নানিয়ারচর: ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংগদ চাকমা, উপজেলা মডেল রিসোর্স ইন্সট্রাকটর সরওয়ার কামাল প্রমূখ।
সভায় আগামী ১২ই ডিসেম্বর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় নির্বাহী অফিসার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপনে প্রস্তুতিমূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।