নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবী করছে একটি মহল। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফোন কলের মাধ্যমে সাংবাদিক এবং বিভিণ্ন প্রভাবশালী ব্যক্তির পরিচায় দিয়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদা দাবি করছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি মাটিরাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ভূয়া ফেইসবুক আইডি) ব্যবহার করে সম্মানিত ব্যক্তিদের মানহানিকর মন্তব্য করায় ৬জনের বিরুদ্ধে মামলা হয় যার মধ্যে ২জনকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ। তবে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন সময় ফোন কলের মাধ্যমে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজী করছে একটি মহল। নাম ঠিকানা জিজ্ঞাসা করলে বলতে অপারগতা দেখায় এবং বিভিন্ন ভাবে হুমকি দিয়ে বলে চাঁদা না দিলে মিথ্যা দূর্নীতি অভিযোগ এনে মামলা দিয়ে হয়রানি করবে। এছাড়াও বিভিন্ন রকম হুমকির স্বীকার হচ্ছে সাধারণ জনগন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী ও নামে ব্যনামে অযুহাত দেখিয়ে চাঁদা দাবি করছে মহলটি।
ভুক্তভোগি জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা অনুকর চাকমা বলেন, বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন মোবাইল নম্বর থেকে বার বার কলে করে চাঁদা দাবি করছে। নাম ঠিকানা জিজ্ঞাসা করলে কখনো আশিক বিশ্বাস আবার কখনো অনলাইনের সভাপতি মিন্টু ইসলাম নামে ঠিকানা দিয়ে চাঁদাবাজী করছে। চাঁদা না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ ইতিপূর্বে গঠিত মিথ্যা মামলা জড়াইত ব্যক্তিদের তথ্যদি প্রদর্শন করেও হুমকি দিচ্ছে এ মহলটি। এর সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
অন্যদিকে এক ভুক্তভোগি গুইমারা উপজেলা পশু প্রানী ও সম্পদ বিষয়ক কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, বিভিন্ন সময় ফোন কলের মাধ্যমে অযথা দূর্নীতির দোহাই দিয়ে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে দেখে নিবে বলেও হুমকি দিচ্ছে মহলটি।
এই বিষয় গুইমারা প্রেসক্লাব সভাপতি বলেন, বিষয়টি নিন্দাজনক। যারাই এসবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যাথাসার্ধ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরী বলে দাবি জানায়।