নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:: শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) । ১৮ নভেম্বর শুক্রবার বিকালে যামিনীপাড়া জোন আওতাধীন দুস্থ অসহায়দের বাস্তব জীবন ধারা স্বচক্ষে অবলোকন করে জোন কমান্ডার লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম বিভিন্ন দুস্থ ও অসহায় মাঝে ৫৫০ পিচ শীতবস্ত্র বিতরণ এবং চিকিৎসা ও আর্থিক সহায়তার স্বরূপ নগদ অর্থ প্রদান করেন। এসময় জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান এবং সুবেদার মেজর অনারারি সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করছে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদে (বিজিবি )। তারই ধারাবাহিকতায় ২৩ বিজিবি যামিনীপাড়া জোনের পক্ষ থেকে সাধ্যমত শীতবস্ত্র বিতরণ এবং নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ভবিষ্যতে বিজিবির এ ধারা অব্যাহত থাকবে।