নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকেরর পা উড়ে গেছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। মাইন বিস্ফোরণে আহত বেলাল (৩০) কক্সকাবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজিপাড়ার বাসিন্দা আবুল হাশেমের ছেলে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ওসি টান্টু সাহাকে ফোন করা হলে তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন এলাকায় মাইন পুঁতে রাখে মিয়ানমার সেনবাহিনী। এর আগেও মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। বিশেষ করে সীমান্ত এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ ও অন্যান্য কাজ করতে গিয়ে প্রায় সময় মাইন বিস্ফোরণের শিকার হয়ে থাকেন বাংলাদেশিরা।