নুরুল আলম:: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে।
শনিবার (১২ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা পরিষদের মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি শাখার আয়োজনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে আগামীর উন্নত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছেন। তাই সকল কিছুর ঊর্ধ্বে উঠে, ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, দেশের উন্নয়নে আমরা একসাথে কাজ করবো।
পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার প্রধান সমন্বয়ক অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার রাঙামাটি সদর সার্কেল মো. জাহিদুল ইসলাম।
এসময় সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠনের জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।