নুরুল আলম:: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের নেতৃবৃন্দরা।
শুক্রবার (১১ নভেম্বর) বিকালে তৃণমূল পর্যায়ে মহিলাদলকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা দলের আওতাধীন ৪নং পেরাছড়া ইউনিয়নে পাহাড়ি নারীদের নিয়ে আয়োজিত মহিলা কর্মী সভায় খাগড়াছড়ি জেলা মহিলা দলের নেতৃবৃন্দরা এ দাবি করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা দলের সভাপতি মিটুনরানী ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সিমা, পেরাছাড় ইউনিয়ন বিএনপির সভাপতি স্বরনাথ ত্রিপুরা সাধারণ সম্পাদক সবেন ত্রিপুরা, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুরুজিনা চাকমাসহ জেলা, উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।