আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরন্নবী চৌধুরী ইন্তেকাল করেছেন ।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে তিনি নিজগৃহে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
এদিকে-খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহেদুল আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, আওয়ামীলীগের শীর্ষ নেতা ও পাজেপ মংসুইপ্রু চৌধুরী অপু, এড. আশুতোষ চাকমা ,পার্থ ত্রিপুরা জুয়েল, জুয়েল চাকমা, এমএ জব্বার, রেম্রাচাই চৌধুরী,শতরূপা চাকমাসহ দলীয় নেতাকর্মীরা গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।
এছাড়াও খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম সাংবাদিকদের পক্ষ থেকেও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরন্নবী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রবীন এই আওয়ামীলীগ নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ জোহর খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে যানাজা শেষে খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করার কথা রয়েছে। বর্ণাঢ্য এ জীবনে তিনি রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।