নিজস্ব প্রতিবেদক:: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। সভার সভাপতিত্ব করে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: ইউচুপ।
সোমবার (৭ নভেম্বর) বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোকলেছ লিডার, এস এম মিলন, শেখ মোঃ ইব্রাহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবি হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল লতিফসহ ইউনিয়ন ও ওয়ার্ডসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।