নিজস্ব প্রতিবেদক:: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। দিবসটি উপলক্ষে সোমবার (৭ নভেম্বর) বিকালে মিল্লাত চত্বর সড়কে আয়োজিত আলোচনা সভায় বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।
আলোচনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্ট, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ,সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল আসলাম সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় ও পতাকা উত্তোলন ও বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর মোরশেদ ভূইয়া,ক্ষেত্র মোহন রোয়াজা, বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম, কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া।