নুরুল আলম:: সারাদেশের ন্যায় “শত সেতু শুভ উদ্বোধন, সম্ভাবনার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতেও একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়ি জেলাবাসীর সাথে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২টি সেতুর শুভ উদ্বোধন করেন। এ সেতুগুলোর নির্মাণে ব্যয় হয়েছে ১শত ৮৩ কোটি ৬০ লাখ টাকা। সেতুর উদ্বোধনের আয়োজন করেন সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
সোমবার (৭ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচার করা হয়। এদিন গণভবন থেকে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে (গণভবনে) সভাপতিত্ব করেন সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশ ডিজিটাল হয়েছে। দেশের পার্বত্য অঞ্চল বিশেষ করে চট্টগ্রামে মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যেত না, সেখানে আমরা শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা করেছি। এ জন্য বিভিন্ন জেলাযুক্ত করে আজ একসঙ্গে ১০০ সেতুর উদ্বোধন করতে পারছি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদরে চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার(জিটুআই) মেজর মো. জাহিদ হাসানসহ সড়ক ও জনপদ বিভাগের খাগড়াছড়ি ও চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা, উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা।