নুরুল আলম:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১১৬ জনের মাঝে ৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত মেধাবী, গরীব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান হিসেবে এই অর্থ অনুদান প্রদান করা হয়।
বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদান বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, মাঠ কর্মকর্তা মো. আবদুল মান্নান পাটোয়ারী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।
এ সময় মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী ডিগ্রী কলেজের ১০৮ জন ও আইডিয়াল কলেজের ৮ জন মেধাবী, গরীব ও অহায় শিক্ষার্থী উপস্থিত থেকে জনপ্রতি ৩ হাজার ৫০০ টাকা হারে মোট ৪ লাখ ৬০ হাজার টাকা গ্রহণ করেন।