শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নুরুল আলম:: খাগড়াছড়ির পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল দশটায় উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয় ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেবা প্রদান করা হয়।

বিজিবির এই চিকিৎসা সেবা গ্রহণ করেন এলাকার অসহায় হতদরিদ্র অসুস্থ আবাল-বৃদ্ধ-বনিতা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। লোগাং জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মশিউর রহমান এ সেবা প্রদান করেন।

স্থানীয় বয়োবৃদ্ধ কাঞ্চন মনি কারবারি, অঙ্গদা কারবারি ও বিজয় কুমার চাকমা জানান, এই বিদ্যালয় মাঠটি এলাকার মধ্যমনি। যার ফলে বুদ্ধরাম পাড়া, লক্ষীরাম পাড়া, রত্নসেন পাড়া, বাবুড়া পাড়া, মাতুলীপাড়ার মানুষগুলো খুব সহজেই সেবা গ্রহণ করতে পেরেছে। লোগাং জোনের এই মহতী উদ্যোগ ও সুন্দর ব্যবস্থাপনার জন্য সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!