নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জাতীয় শিক্ষক দিবস উদযাপনে উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহর নেতৃত্বে সকল শিক্ষকগণের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা- চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক হয়ে গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে চাইরেপ্রু মারমা, মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা , গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন প্রমুখ।