শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

বিএনপির জনপ্রিয়তায় ইষান্বিত আ.লীগ কর্মসূচীতে বাঁধার ব্যার্থ —ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়িতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী বিএনপির

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন আবছারসহ বিএনপির নেতাকর্মীদের নামে আওয়ামী লীগের নেতা ও সাংবাদিক নুরুল আজমের দায়েরকৃত মামলা মিথ্যা আখ্যায়িত করে প্রত্যাহারের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় ওয়াদুদ ভূইয়া, আওয়ামী লীগ নেতা সাংবাদিক নুরুল আজমের রাজনৈতিক পদবী নিয়েও প্রশ্ন তুলে রাজনীতি ও সাংবাদিকতার আড়ালে সে বিভিন্ন ধরনের অনিয়ম করছে বলে অভিযোগ আনেন।

রবিবার (২৩ অক্টোবর ২০২২) দুপুরে খাগড়াছড়ি শহরের “বৈঠকে” আয়োজিত প্রেস ব্রিফিং-এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষনার হুশিয়ারী দেন। এছাড়াও মিথ্যা মামলা প্রত্যাহারে কর্মসূচী দিয়ে রাজপথে বাধ্য করা হবে বলে জানান।

এ সময় ওয়াদুদ ভূইয়া দেশের চলমান নানা সমস্যা,সংকট ও বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে আওয়ামীলীগের বাঁধার পরও জনস্রোত দেখে বিএনপির জনপ্রিয়তায় আ.লীগ ইষান্বিত হয়ে কর্মসূচী ব্যার্থ করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন।

এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!