নুরুল আলম:: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্ম দিন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে সম্মেলন কক্ষে জন্ম দিনের কেক কাটা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা পরিষদ সদস্য নিলোপৎল খীসা ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহসহ জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগের প্রধানরা।