নুরুল আলম: নানান আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে গুইমারা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন এর সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম দিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন এবং পুলিশবাহিনীও শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ৯টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, কংজরী মারমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশিদ, উপজেলা প্রানী ও সম্পদ বিষয়ক কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, গুইমারা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম সহ সরকারি বেসরকারি ও পদস্থ কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে শেখ রাশেল এর ৫৯তম জন্মদিন উদ্ভোধন করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এসময় শেখ রাসেলের শিশুকালের বিভিন্ন ঘটনার তাৎপর্য তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।
গুইমারা মডেল হাই স্কুল এর ছাত্রছাত্রীদের বিভিন্ন খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সভাপতি শেখ রাসেলের জীবনি সংক্রান্ত বিষয় নিয়ে স্মৃতিচারণ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।