নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানান আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় গুইমারা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শেখ রাসেলের জন্ম দিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষ্যে ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সাড়ে ৮টায় শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দেয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও গবেষণা বিষয়ক সম্পাদক ইখতেয়ার উদ্দিন পলাশ, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌম, গুইমারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনার্ধন সেন, গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরাসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দেশ ও জাতির সম্মৃদ্ধি এবং শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।