নিজস্ব প্রতিবেদক:: সারাদেশে দ্রব্যমূল্যের উদ্ধোগতি, বেগম খালেদা জিয়াকে বিনা শর্তে মুক্তির দাবি, গুম, খুন মিথ্যা মামলা প্রত্যাহারসহ অসহনীয় বিদ্যুতের লোডসেডিংকে থামাতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে খাগড়াছড়ি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে চট্টগ্রাম বিএনপির মহা-সমাবেশে আ’লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগন উপস্থিত হয়েছে।
জানা যায়, ১১ ও ১২ অক্টোবর খাগড়াছড়ির বিভিন্ন স্থানে হামলার ঘটনার ঘটেছে। কিন্তু এসকল নেক্কারজনক হামলাকে উপেক্ষা করে খাগড়াছড়ি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিএনপির অসংখ্যা নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে দলে দলে যোগদান করেছে চট্টগ্রাম বিভাগীয় মহা-সমাবেশে।
খাগড়াছড়ি জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে যোগদানের জন্য আ’লীগ নেতাকর্মীদের বর্রবরচিত হামলার স্বীকার হতে হয়েছে অসংখ্য নেতাকর্মীদের। এছাড়া সমাবেশে যোগদানে ব্যঘাত ঘটাতে চালক ও মালিক সমীতিকে হুমকি দিয়ে গাড়ি না দেওয়ায় অপরাগত প্রকাশ করায় শৈরাচারি আ’লীগের নেতাকর্মীরা। এসকল ঘটনার সুষ্ঠ বিচার ও তীব্র নিন্দা জানান।