শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪

গুইমারায় দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শুরু হয়ে গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে মিছিল সমাপ্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের, সমীরণ পাল, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগ নেতা রুস্তম তালুকদার, যুগলীগের সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌমসহ উপজেলা ও ইউনিয়নের অসংখ্যা নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্ত্যরা বলেন, সারাদেশে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির করছে তা সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। বর্তমানে দেশের উন্নয়ন দেখে বিরোধী দলীয়রা বিভিন্ন রকম উস্কানি মূলক কর্মকান্ড এবং দেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে। এসকল অপপ্রচারকে প্রতিহত করতে সকলকে একযোট বেঁধে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীরা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!