নুরুল আলম:: খাগড়াছড়ি দীঘিনালায় মাইনী নদীতে নৌকা ডুবির ঘটনায় পুষ্পলেকা চাকমা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদাল বাগান ও কাটারুংছড়া ঘাটের মাঝামাঝি নদীতে এ ঘটনা ঘটে।
নিহত পুষ্পলেকা চাকমা বোয়ালখালী (সদর) ইউনিয়নের ১নং ওয়ার্ডের বটতলী গ্রামের বাসিন্দা ভারত মোহন চাকমার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুষ্পলেকা চাকমাসহ কয়েকজন ব্যক্তি বড়াদম বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় মাইনী নদী পার হওয়ার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পুষ্পলেকা চাকমা পানিতে তলিয়ে যান। পরে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা শিউলী চাকমা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই পুষ্পলেকা চাকমা মারা যান।