শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৭বছর যাবৎ সিরিয়ালে থাকা আবাসিক গ্রাহকগনের গ্যাস সংযোগ অবিলম্বে প্রদান, নতুন আবাসিক গ্যাস সংযোগ চালু ও শিল্প-বানিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের দীর্ঘ সূত্রিতা এবং জটিলতা নিরসনে দাবিতে মানববন্ধন করেছে গ্রাহক-পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন বাংলাদেশ নামে একটি সংগঠন।

মঙ্গলবার (২০সেপ্টেম্বর) বেলা ১১টায় পেট্রোবাংলা ভবনের সামনে পেট্রোবাংলার ৬টি সাবসিডিয়ারী কোম্পানী লিমিটেড এর তিতাস গ্যাস, কর্ণফুলি গ্যাস, বাখরাবাদ গ্যাস, পশ্চিমাঞ্চল গ্যাস, জালালাবাদ গ্যাস ও সুন্দরবন গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড এর উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে গ্রাহক-পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন বাংলাদেশের সভাপতি আবুল হাশেম পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঠিকাদার ঐক্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ হক, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সালাম, তিতাস গ্যাস উপ কমিটির সদস্য মিজানুর রহমান হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, গ্যাসের মত একটি মৌলিক জ্বালানীর অভাবে নির্মানকৃত আবাসন গুলো অনেকটা পরিত্যক্ত আবাসনে পরিনত হয়েছে। গ্যাস জ্বালানী সংকটে নির্মনকৃত আবাসন গুলোর বিনিয়োগের বিনিয়োগের বিপরিতে উপযুক্ত ভাড়া থেকে বঞ্চিত হয়ে নিম্ন -মধ্যভিত্ত শ্রেণির গ্রাহক গন হতাস হয়ে পড়েছে।

বক্তারা আরো বলেন, পেট্রোবাংলার ৬টি সাবসিডিয়রিী কোম্পানী লিমিটেড এর কর্তৃপক্ষের গাফেলতি ও বিমাতাসুলভ আচরনের জন্য প্রতিনিয়ত গ্যাস সংযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

দীর্ঘ ৭বছর যাবৎ সিরিয়ালে থাকা (চাহিদা পত্র জমাকৃত গ্রাহকের অনুকুলে ) আবাসিক গ্রাহকগনের গ্যাস সংযোগ অবিলম্বে প্রদান, নতুন আবাসিক গ্যাস সংযোগ চালু ও শিল্প-বানিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের দাবি জানান বক্তারা। এ সময় পেট্রোবাংলার ৬টি সাবসিডিয়রিী কোম্পানী লিমিটেড এর ঠিকাদার ও গ্রাহকগন উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!