কাপ্তাই প্রতিবেদক: কাপ্তাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্বে যোগদান করেছেন ৩৭ তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মারজান হোসাইন। গত ১৫ই সেপ্টেম্বর তিনি কাপ্তাই উপজেলায় যোগদান করেন।
এর পূর্বে গত ২০১৯ সালের ৭ই এপ্রিল সরকারি বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগদান করেন তিনি। কাপ্তাইয়ে যোগদানের পূর্বে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত বিসিএস কর্মকর্তা মারজান হোসাইন বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিভাগে সফলতার সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।